পাইকগাছায় স্লুইচ গেটের মুখের খালে পাটা সহ খাল ভরাট করে ঘরবাড়ী

প্রকাশঃ ২০১৯-০৭-২৩ - ১১:৪৯

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : ভিলেজ পাইকগাছার উত্তর পাড়া স্লুইচ গেটের মুখে লেবুবুনিয়া খাস খালে পাটা দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে। অন্যদিকে এ খাল ভরাট করে দু’পাড়ে ঘরবাড়ী বেঁধে জায়গা দখল হচ্ছে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় চলতি বর্ষা মৌসুমে অনিবার্যভাবে পানি সরবরাহের ব্যাঘাত ঘটবে। এতে মৎস্য ঘের-ফসলী জমি সহ এলাকা জলবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, ভিলেজ পাইকগাছা উত্তর পাড়া থেকে কড়ুলিয়া অভিমুখি এলাকার পানি সরবরাহের জন্য পানি উন্নয়ন বোর্ডের বেঁড়ি বাঁধের নীচে লেবুবুনিয়া খাস খালে একটি স্লুইস গেট রয়েছে। বছরের পর বছর ধরে এ খাস খালের গেট দিয়ে গোটা এলাকার পানি সরবরাহ হয় এবং মাছ চাষ সহ ধান চাষের প্রয়োজন মিটিয়ে থাকে। কিন্তু অভিযোগ রয়েছে স্লুইস গেটের ওয়াপদার ভিতরে বাহিরে পানি সরবরাহের এ খাসখাল ভরাট করে দু’পাড়ে কেহ-কেহ ঘরবাড়ী বেঁধে খালের জায়গা দখল ও সর্বশেষ কাজী ইব্রাহীম নামের এক ব ব্যক্তি বেড়িবাধের ভিতরে গেটের মুখে বাঁশের পাটা দিয়েছেন বলে স্থানীয়া জানিয়েছেন। সরেজমিনে গিয়ে এ অভিযোগ সম্বন্ধে জানার চেষ্টা করে কাজী ইব্রাহীম এর পরিবারেরর কাউকে পাওয়া জায়নি। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।