পাইকগাছা শহীদ আয়ুব ও মুসা কলেজে নিয়োগ বানিজ্যের অভিযোগ

প্রকাশঃ ২০২০-১২-২২ - ২১:৩৩

পাইকগাছা প্রতিবেদক : পাইকগাছায় গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজে এমএলএসএস ২টি শূন্যপদে অর্থের বিনিময়ে অনুত্তীর্ণদের নিয়োগের অভিযোগের পাওয়া গেছে। আদালতে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগে জানা যায়, খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নে অবস্থিত শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজে এমএলএসএস ২টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ২০ ডিসেম্বর খুলনা আহসানউল্লাহ ডিগ্রি কলেজে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৮জন প্রার্থী অংশ নেয়। লিখিত পরীক্ষায় স্থানীয় তুহিন কুমার মন্ডল প্রথম, রায়হান সানা দ্বিতীয়, কাদের সরদার তৃতীয়, সুদর্শন মন্ডল চতুর্থ ও উমেশ চন্দ্র মন্ডল পঞ্চম স্থান অধিকারীকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়। মৌখিক পরীক্ষায় তুহিন কুমার মন্ডল প্রথম, রায়হান সানা দ্বিতীয় ও কাদের সরদার তৃতীয় হয়। বিকেলে ডিজি’র প্রতিনিধি ও খুলনা বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলমগীর কবির মৌখিকভাবে এর ফলাফল ঘোষণা করেন। এ সময় শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অফিস সহকারী মোঃ মোস্তাক হোসেন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম তুহিন ও দ্বিতীয় রায়হান সরদারকে ২২ ডিসেম্বর নিয়োগ দেয়া হবে বলে জানিয়ে দেন। একই দুইজনকে ৮ লাখ টাকা করে ১৬ লাখ টাকা নিয়ে কলেজে দেখা করতে বলেন। তারা অপরাগতা প্রকাশ করলে সুদর্শন মন্ডল ও উমেশ চন্দ্র মন্ডলকে ১০ লাখ করে ২০ লাখ টাকার বিনিময়ে তাদের নিয়োগের বিষয়টি চুড়ান্ত করেছে বলে লিখিত অভিযোগে জানা যায়। এ ব্যাপারে অধ্যক্ষ প্রণব কান্তি গাইনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। এ বিষয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে এবং আইনী নোটিশ প্রদান করা হয়েছে বলে তুহিন কুমার মন্ডলের পিতা ভোলানাথ মন্ডল জানান। অফিস সহকারী মোস্তাকের কাছে বার বার মুঠোফোনে চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।