পাকিস্তানে অপুষ্টিতে ভুগছে ৪২ শতাংশ শিশু

প্রকাশঃ ২০২৩-০২-১৩ - ১১:১১

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে অন্তত ৪২ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। শুক্রবার ইউনিসেফ কর্মকর্তাদের প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে এমন খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। খবরে বলা হয়েছে, পাকিস্তানে ১০০ জনের ৪২ জন শিশু কম বৃদ্ধির শিকার হচ্ছে। ইউনিসেফ কর্মকর্তাদের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, পাকিস্তানে ৯.৪ শতাংশ ছেলে এবং ৯ শতাংশ মেয়ে স্থূলতায় ভুগছে। এছাড়া ২০.৫ শতাংশ অল্প বয়স্ক ছেলে এবং ২০.৭ শতাংশ অল্প বয়স্ক মেয়েদের ওজন ছিল বেশি। তারা জানিয়েছেন, ১২.৬ শতাংশ অল্প বয়সি ছিলে এবং ১২.১ শতাংশ অল্পবয়সি মেয়ে ডায়াবেটিসে ভুগছে। চেয়ারপারসন রোমিনা খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় টাস্কফোর্স শূন্য ক্ষুধা অর্জনের এসডিজির লক্ষ্য যাছাই করেছে। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কর্মকর্তারা পাকিস্তানে শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি টাস্ক টিমের কাছে উপস্থাপন করেছেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের মতে, শুধুমাত্র পাঞ্জাবেই শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সোডা, এনার্জি ড্রিংকস এবং জাঙ্ক ফুড নিষিদ্ধ। কয়েক দশক ধরে একাধিক হস্তক্ষেপ সত্ত্বেও অপুষ্টি এবং খাদ্য নিরাপত্তাহীনতা পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অর্থনৈতিক মন্দা মানুষের দুর্দশা বাড়িয়ে দিয়েছে।