ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে পুলিশের গুলিতে একজন ডাকাত নিহত হয়েছে। এসময় ডিবি পুলিশের চার সদস্য আহত হয়েছেন। পুলিশের দাবী এটি বন্দুকযুদ্ধ ।
মঙ্গলবার ভোররাতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইলের জগন্নাথপুর ইউনিয়নের হারিপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
আহত পুলিশ সদস্যরা হলেন : উপ-পরিদর্শক খোকন(৩৬), কনস্টেবল এনামুল হক (৪২), আব্দুল মমিন (৩৫) ও জামাল (২৮)। আহতদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তারা রেফার্ড নিয়ে ঠাকুরগাঁও পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হয়।
এ ঘটনায় মঙ্গলবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ফারহাত আহমেদ।
এসময় লিখিত বক্তব্যে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। খবর পেয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। ‘এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।’ আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।