প্রতিবন্ধি হয়েও জুটছে না  হুইল চেয়ার কিংবা প্রতিবন্ধি ভাতা!

প্রকাশঃ ২০২০-০৬-১১ - ২০:১৯

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ দরিদ্রতার কষাঘাতে জীবনটাই যেন অলৌকিক। গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মওয়াগাড়ী গ্রামের হতদরিদ্র মিজানুর রহমানের পুত্র আলমগীর (১৬) শৈশব কাল থেকেই তার দুটি পা নেই। এরপড় থেকে দু হাতে হাতে ভর করে চলা ফেরা করে প্রতিবন্ধি আলমগীর। পিতা মাতা দরিদ্রতার কারনে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে।অভাব অনটনের সংসারে দাদা দাদীর নিকট বেড়ে ওঠা আলমগীর পড়াশুনা করতে পারে নাই। এমতবস্থায় জেলা সমাজ সেবা কার্যালয় থেকে গত ২০১৬ সালে প্রতিবন্ধী পরিচয়পত্র গ্রহন করে আলমগীর। ৫ বছর আগে করা প্রতিবন্ধীর রেজি: কার্ড থাকলে ও এই হতভাগ্য প্রতিবন্ধির ভাগ্যে জোটেনি একটি হুইল চেয়ার কিংবা প্রতিবন্ধি ভাতার একটি কার্ড । এবিষয়ে ওয়ার্ডের ইউ,পি সদস্য ইউনুস আলীর সাথে কথা বলে জানা যায়,সে প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য !তাকে আমি চিনি কিন্তু আমরা মেম্বাররা বছরে ১ টা করে প্রতিবন্ধী ভাতার কার্ড ভাগে পাই! তা ছাড়া আলমগীর আমার কাছে না এসে উচ্চ মহলে যোগাযোগ করার কারনে তার কাজটা করতে দেরি হচ্ছে।

এই হত দরিদ্র পরিবারের সস্তান আলমগীর অতি কষ্টে হাত দিয়ে হেটে চলা ফেরা করে কোন রকমে মানবেতর জীবিকা নির্বাহ করছেন বলে জানায় গ্রামবাসী। তারা বিষয়টির যথাযথ গুরুত্বারোপ করে প্রতিবন্ধি আলমগীর একটি হুইল চেয়ার ও প্রতিবন্ধি ভাতা প্রদানের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।