প্রধানমন্ত্রীর উপহার দুস্হ অসহায় গৃহহীনদের ঘর প্রদান

প্রকাশঃ ২০২১-০১-২৩ - ১৫:০২

দিঘলিয়া প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘৃহ প্রদান অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় সরাসরি গনভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হন।প্রথম পর্যায়ে ছেষট্টি হাজার নয়শত উননব্বই (৬৬৯৮৯)টি ঘরের মধ্য হতে দিঘলিয়া উপজেলার ৭০ জন ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে উপস্থিত ছিলেন খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী,আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম,উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলীরেজা বাচা,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না,সহকারী কমিশনার ভূমি মোঃ আলিমুজ্জামান মিলন,দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি বর্গ,সাংবাদিক বৃন্দ ও সুভিধা ভোগীরা।
প্রথম ধাপে দিঘলিয়া উপজেলায় ৭০ জনকে ঘর ও জমি প্রদান করা হয়।সেনহাটী ইউনিয়নের হাজীগ্রামে ৪৮ টি ও দিঘলিয়া ইউনিয়নে ২২ টি ঘর সরকারী খাস জমিতে বরাদ্দ দেওয়া হয়।