প্লাজমা ডোনারের পা ধুয়ে দিলেন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা অসমের ডেপুটি স্পিকার

প্রকাশঃ ২০২০-০৮-১৬ - ০০:২৪

আন্তর্জাতিক ডেস্কঃ প্লাজমা ডোনারদের জন্য অনেক করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন৷ তাঁদের জন্যই কিছুটা হলেও বাড়ছে সুস্থতার হার৷ সেই কারণে এক প্লাজমা ডোনারের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানালেন অসম বিধানসভার ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর৷

করোনা আক্রান্ত হওয়ার পর আমিনুল নিজেও প্লাজমা থেরাপিতেই সুস্থ হন৷ জানান, প্লাজমার কারণেই দ্রুত সুস্থ হতে পেরেছেন তিনি৷ সেই কারণে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্লাজমা দান করতে আসা নাবিদুল ইসলাম নস্করের পা ধুয়ে প্লাজমা ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডেপুটি স্পিকার৷ নাবিদুলই প্রথম শিলচর মেডিক্যাল কলেজে প্লাজমা দান করেন৷

এ ব্যাপারে ডেপুটি স্পিকার বলেন, ‘‘প্লাজমা ডোনারদের জন্য মানুষের প্রাণ বাঁচছে৷ আমি নিজেও করোনা আক্রান্ত হই কিন্তু প্লাজমা থেরাপির জন্য সুস্থ হই৷ যিনি প্লাজমা দান করেছেন তাঁকে আমি চিনি না৷ আমরা ভগবানকে দেখতে পাই না৷ কিন্তু প্লাজমা ডোনাররা ভগবানের চেয়ে কম নন৷ তাঁরা আমাদের কাছে ভগবান৷’’ উল্লেখ্য, গত ২৮ জুলাই করোনা ধরা পড়ে ডেপুটি স্পিকারের৷ শ্বাসকষ্টের জন্য আইসিইউতে ভরতি করতে হয় তাঁকে৷ যে হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছিল সেখানে প্লাজমা ব্যাংক ছিল না৷ গুয়াহাটি থেকে প্লাজমা নিয়ে আসা হয়েছিল৷ ৮ আগস্ট সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান৷

লস্কর বলেন, ‘‘প্লাজমার জন্য আমি আজ বেঁচে আছি৷ সেই কারণে সিদ্ধান্ত নিই বারাক ভ্যালির প্লাজমা ডোনারদের পা ধুয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব৷ তাঁরা যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন এই কাজ আমি করব৷’’ ৫৪ বছর বয়সী আমিনুল বিজেপির একমাত্র মুসলিম নেতা যিনি ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হন৷ ২০১৯ সালে দল তাঁকে ডেপুটি স্পিকার পদে বসায়৷