ফকিরহাটে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

প্রকাশঃ ২০২৩-০৪-২৪ - ১৬:৪৫

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালিডাঙ্গা এলাকায় মামাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে প্রীতি সাহা (৯) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। প্রীতি সাহা চুলকাঠি এলাকার রঞ্জন সাহার মেয়ে। সে ভট্টকনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও মৃতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরের দিকে ফকিরহাটের কাঠালিডাঙ্গা গ্রামে প্রীতি সাহা সহ অন্য আরো দুই শিশুর সাথে পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় আাকস্মিক শিশুটি পানিতে ডুবে যায়। এসময় সাথে থাকা অন্য শিশুদের ডাকচিৎকারে স্বজনরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। মৃতের পরিবার জানাান, প্রীতি সাহা গত শনিবার (১৫ এপ্রিল) নিজ বাড়ি চুলকাঠি থেকে মামাবাড়ি কাঠালিডাঙ্গা গ্রামে বেড়াতে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাইসীন আব্দুল্লাহ জানান, ওই শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তার স্বজনরা। সে পানিতে ডুবে মারা গেছেন বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।