ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু সহ আহত ৯

প্রকাশঃ ২০১৮-০৪-০৮ - ১৯:৪৭

ফকিরহাট প্রতিনিধি : খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট ফলতিতা নামক স্থানে পরিবহনের ধাক্কায় টেম্পু উল্টে চালক সহ ৯ যাত্রী গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ৮ এপ্রিল সন্ধ্যায় ফলতিতা এলাকায় ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী একটি টেম্পু ফকিরহাট থেকে মোল্লাহাট যাওয়ার পথে উক্ত স্থানে এসে পৌছালে ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহন দ্রুতবেগে যাওয়ার পথে টেম্পুর পিছনে ধাক্কা দেয়। এতে টেম্পু উল্টে পড়ে আহত হয়েছে টেম্পু চালক মোল্লাহাট মাদ্রাসাঘাটের হাবিবুর রহমান (৪০), ফকিরহাট বানিয়াখালীর টেম্পু যাত্রী সুভাষ বাগচী (৪০), তার স্ত্রী মালা রানী বাগচী (৩০), শিশু পুত্র স্বাগতম বাগচী (৩)। একই পরিবারের আহত তিনজনকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অন্যান্যরা হলেন মোল্লাহাটের সারুলি গ্রামের হাসান খান (৩২), মোংলার গোয়ালমাঠ গ্রামের ইবাদুল ইসলাম (৪০), একই এলাকার মিজারুল মল্লিক (৩৫), আছাদুল মল্লিক (২৫) ও অজ্ঞাত একজন। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।