আশরাফুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলা ফুলছড়িতে শয়ন ঘরে ঢুকে মোহাম্মদ আলী নামের এক ব্যাক্তিতে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিন শেষে রাতে উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, গভীর রাতে কয়েকজন র্দুর্বৃত্তরা অর্তকিতভাবে শয়নঘরে ঢুকে মোহাম্মদ আলীকে এলোপাথারী ছুরিআঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতলে নেওয়ার পথে তিনি মারা যান।
এবিষয়ে ফুলছড়ি থানার অফিসার ইনর্চাজ কাওসার আহম্মেদ সাংবাদিকদের জানান, মোহাম্মদ আলী গোপনে নকল স্বর্ণ, রুপাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা করতো এর জের ধরে তার সহযোগিরা তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনা জিজ্ঞেসাবাদের জন্য ৩ জন আটক করা হয়েছে । এদিকে এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের এ মামলায় গ্রেফতার করা হবে কিনা পরবর্তীতে জানানো হবে।