ফুলতলায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতি অনুষ্ঠান

প্রকাশঃ ২০২৪-০২-১৯ - ২২:৩৩

ফুলতলা (খুলানা) প্রতিনিধি// জাগরণী চক্র ফাউন্ডেশনের কৈশর কর্মসূচি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে সোমবার ফুলতলা উপজেলার ডাবুর মাঠে উপজেলা দিবস—২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যাক্তিদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার উপজেলা প্রোগ্রাম অফিসার (ইনচার্জ) তাসলিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি ও প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াস। সংস্থার যশোর সদর উপজেলা সিনিয়র প্রগ্রাম অফিসার জুবায়ের আহমেদ, সংস্থার দৌলতপুর এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান। এস এম হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা প্রোগ্রাম অফিসার (ইনচার্জ) অনিতা দাস, শিক্ষক পবিত্রা হালদার, মাসুমা সুলতানা, সুমি খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ৪ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরা হলেন সাংবাদিকতায় প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সামাজিকতায় লাভলু মোড়ল, সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ বেতার শিল্পী নাসির জোবেদ এবং ক্রীড়ায় বদরুজ্জামান ইতি। এ উপলক্ষে ডাবুর মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে স্টল, নৃত্য, গান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।