ফুলতলায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রকাশঃ ২০২৪-০৪-১৮ - ২০:০৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সারাদেশে একযোগে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী সেবা সম্পাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ সুমাইয়া ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রাজিয়া সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ৪০টি স্টল স্থাপন করা হয়েছে। এ ছাড়া ১৮ জন সফল খামারীকে ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।