ফুলতলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিদ্যালয় উদ্বোধন ও বই বিতরণ

প্রকাশঃ ২০২২-০২-০১ - ১৯:১৪

 ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় আশ্রয় ফাউন্ডেশন ও সেতু বাংলাদেশের বাস্তবায়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির আওতায় সোমবার সন্ধ্যায় প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। ফুলতলার ছাতিয়ানী শিখন কেন্দ্রে ডাঃ জিয়াউর রহমান জিল্লুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা এস এম কামরুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন সংস্থার উপজেলা সমন্বয়কারী জুলফিকার আলী। অন্যান্যের মধ্যে মোঃ ইশতিয়াক হোসেন, এম এম শাহজালাল, আবু জাফর, নজরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউনিয়নে শিক্ষা কেন্দ্রসমূহের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।