ফুলতলার জামিরা ইউনিয়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মশালা

প্রকাশঃ ২০২১-০৩-০৪ - ১৯:২৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলায় আশ্রয় ফাউন্ডেশন এবং সেতু বাংলাদেশ আয়োজিত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রকল্প অবহিতকরণ এক সভা বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলার জামিরা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম। স্বাগত বক্তৃতা করেন কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার অমিত ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সেতু বাংলাদেশের উপ-পরিচালক এম.এম জুলফিকার আলী, ইউপি সচিব মোঃ আনছার আলী বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ কুদ্দুস শেখ, মোঃ আতিয়ার রহমান, লাভলী বেগম, বেগম শামসুন্নাহার, হোসনেয়ারা বেগম, এম এম শাহজালাল, আবু জাফর, নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, সাথী রানী কুন্ডুসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।