ফুলতলায় অগ্নিকান্ডে পান বরজ ভস্মিভূত :১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশঃ ২০১৮-০৩-১৯ - ২২:৩৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনার ফুলতলায় ভয়াবহ অগ্নিকান্ডে আড়াই একর জমির পান বরজ ভস্মিভূত হয়। এতে ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনা ঘটে সোমবার বিকালে খুলনার ফুলতলা সদর ইউনিয়নের নাউদাড়ী গ্রামের আবু হোস েন মহলদারের বরাজ বাগানে।
আবুল হোসেন মহলদারের পুত্র সাইফুর রহমান জানান, নাউদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে সাইফুর রহমান, আশরাফুর রহমান ও হাবিবুর রহমানের নিজম্ব জমিতে পাপাপাশি পৃথক আবাদকৃত পান বরজে রহস্যজনকভাবে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নওয়াপাড়া ও খানজাহান আলীর ২টি ইউনিট ঘটনাস্থলে এসে সন্ধ্যা নাগাদ আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণ প্রায় আড়াই একর জমির উপর আবাদকৃত ৬ হাজার পান বরজ ভস্মিভূত হয়ে যায়। এতে ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা বলে জানান। খবর পেয়ে থানার এসআই শেখ আরব আলী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। রহস্যজনক এ অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। পানের বাজার স্মরণকালে চড়া মূল্য হওয়ায় কেউ ব্যক্তিগত আক্রোশে এমন ঘটনা ঘটিয়েছে কিনা সেটি কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি।