ফুলতলায় অভূক্তদের জন্য নিঃস্বার্থ আহারের উদ্যোগে খাবার

প্রকাশঃ ২০২২-০২-১৮ - ২২:০৫

ফুলতল (খুলনা) প্রতিনিধি// ফুলতলার কয়েক যুবকের নিঃস্বার্থভাবে হতদরিদ্র ও অভূক্তদের “নিঃস্বার্থ আহার” উদ্যোগ হতে পারে অন্যদের সামাজিক দায়বদ্ধতার অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতি শুক্রবার জুময়ার নামাজের পর ফুলতলা থানার ঠিক সামনে নির্ধারিত স্থানে আগন্তক প্রতিবন্ধী, ছিন্নমূল, অসহায় ও আর্তপীড়িত বিভিন্ন বয়সী নিরন্ন নারী পুরুষদের জন্য খাবারের ব্যবস্থা। গত দুমাস ধরে প্রতি শুত্রবার দুপুরে প্রায় তিনশত অসহায় মানুষকে খাওয়ানো হচ্ছে। গতকাল দুপুরে মোঃ আফতাফ আহমেদ বিদ্যুৎ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শামসুল আলম খোকন, কামরুল হাসান, শাহাদাৎ উল্লাহ অপু, মাহফুজ কবীর, ইমরান খান, শামসুল আরেফিন, আব্দুল্লাহ আল বেলাল, মঈনুল ইসলাম নয়ন, জীব বিশ্বাস, আশিষ ঘোষ, মাসুদ রানা, অহিদুজ্জামান টুুলু, শাহনুর রহমান প্রমুখ। নিঃস্বার্থ আহারের খাবার খেতে আসা সিদ্ধিপাশা গ্রামের মমতাজ (৫৬) বলেন, পরিবারের একমাত্র ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় শুক্রবার ফুলতলা বাজার এলাকায় দুয়ারে দুয়ারে সাহায্য নিয়ে খিদে পেটে দুপুরে এসে এখান থেকে নিজে খেয়ে ছেলের জন্য খাবার নিয়ে যাই। সমাজের বিত্তবান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে নিঃস্বার্থ আহার কর্মসূচি আরও বাড়িয়ে দেওয়া সম্ভব বলে উদ্যোক্তা মোঃ আফতাফ আহমেদ বিদ্যুৎ জানিয়েছেন।