ফুলতলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-০২-২৩ - ১৮:২০

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১৪ বছর বয়সের ১৮.২ ভাগ শিক্ষার্থী ঝড়ে পড়ে। এখনও ২ ভাগ শিশু স্কুলে ভর্তি হয় না। সে হিসেবে দেশের ৩০ লাখ শিশু এখনও শিক্ষার বাইরে। তাদের শিক্ষার আওতায় আনতে সারা দেশের ৩৪৫ টি উপজেলায় “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মধ্যে খুলনা জেলার ফুলতলা উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। সরকারের এই কর্মসূচী সফল করতে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আশ্রয় ফাউন্ডেশন আয়োজিত এবং সেতু বাংলাদেশ এর সহযোগিতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই কর্মসূচি আয়োজন করে। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাশেম, খুলনার আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। স্বাগত বক্তৃতা করেন সেতু বাংলাদেশের পরিচালক এম.এম আবুল হোসেন। কর্মসূচীর ধারনা প্রদান করেন কর্মসূচীর উপ-ব্যবস্থাপক শেখ আল হেলাল। উপজেলা প্রোগ্রাম ম্যানেজার অমিত ঘোষের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান শেখ, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, অনুপ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবু জাফর, সাথী রানী কুন্ডু প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকার মানুষকে শিক্ষিত করতে সর্বোচ্ছ চেষ্টা করে যাচ্ছেন। কেউ শিক্ষা বঞ্চিত হলে তিনি নিজে কিংবা তার পরিবারই শুধু নয়, সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হয়। শিক্ষা বিহীন মানুষ দৃষ্টিহীনের মতো। তাই প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া এবং এখনও স্কুল ভর্তি না হওয়া শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।