ফুলতলায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ সভা

প্রকাশঃ ২০২২-০২-১৭ - ২০:৩৭

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)// ফুলতলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মোঃ হাবিবুল হক খান। বিশেষ অতিথি ছিলেন এমসিএইচ-সার্ভিসেস পরিচালক এবং লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা খুলনার উপ-পরিচালক মোঃ আনোয়ারুল আজিম, ইউএনও সাদিয়া আফরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা। মুখ্য আলোচক ছিলেন খুলনার মাতৃস্বাস্থ্য প্রোগ্রামের উপ-পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম ও মাতৃস্বাস্থ্য প্রোগ্রাম কর্মকর্তা কনক রেজা।

উপজেলা ফার্মাসিষ্ট একেএম ফরিদের পরিচানায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন। আরও বক্তৃতা করেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মিঠুন বাহাদুর, শিশু বিশেষজ্ঞ ডাঃ উত্তম কুমার দেওয়ান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম সরদার, শেখ আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ইউপি সদস্য সাদিয়া ইসলাম নয়ন, কবিতা পারভীন, শাহানাজ পারভীনসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।