ফুলতলায় উৎসবমুখর পরিবেশে ৪ ইউনিয়নে ২৫৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশঃ ২০২১-১০-১৭ - ১৯:৫৪

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা, খুলনা// নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ২য় দফায় ইউপি নির্বাচনে ফুলতলায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন গতকাল রোববার উৎসবমুখর পরিবেশে ৪ ইউনিয়নে তাদের মনোয়নপত্র দাখিল করেন। নির্বাচন অফিস সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন দাখিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী ২২, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৫৪ এবং সাধারণ সদস্য পদে ১৮২ প্রার্থী ।

আটরা গিলাতলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন , শেখ গোলাম কিবরিয়া, সেলিম আহমেদ ও মোঃ ইকতিয়ার হাসান মওলা। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১২ এবং সাধারণ সদস্য পদে ৪৯ প্রার্থী রয়েছেন।

দামোদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, মোঃ সোহেল সরদার, মোঃ সেলিম সরদার, প্রভাষক মোঃ আলিম মোল্যা, জোবায়দা খান সুরভী, সরদার গোলাম সরোয়ার । এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৫ এবং সাধারণ সদস্য পদে ৫৮ প্রার্থী রয়েছেন।
জামিরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী বুলু, ফজলুল হক গাজী, মনিরুল ইসলাম সরদার, এসএম আতাউর রহমান, দলিল উদ্দিন মোল্যা , আল মামুন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৩এবং সাধারণ সদস্য পদে ৩৬ প্রার্থী রয়েছেন।
ফুলতলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান শেখ আবুল বাশার, মোল্যা আলী আজম মোহন, মাওঃ মোঃ রফিকুল ইসলাম ও মোঃ সাকিব মোল্যা। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৪ এবং সাধারণ সদস্য পদে ৩৯ প্রার্থী রয়েছেন।

নির্বাচনী কাজের সুবিধার্থে রিটানিং অফিসার হিসাবে উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান দায়িত্ব পালন করছেন আটরা গিলাতলা এবং ফুলতলা ইউনিয়নের । অপরদিকে দামোদর ও জামিরা ইউনিয়নের রিটানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাশেম। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল রোববার উপজেলা এলাকায় ছিল উপচে পড়া ভিড়। প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে আসেন। ফলে দিনভর উপজেলা পরিষদ চত্ত¡র নির্বাচনী আমেজ বিরাজ করে।