ফুলতলায় কোভিড-১৯ টিকা কর্মসূচির উদ্বোধন

প্রকাশঃ ২০২১-০২-০৮ - ১০:২১

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ দেশব্যাপী কোভিড-১৯ টিকা প্রয়োগ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান রোববার বেলা ১১টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা’র পরিচালনায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও সাদিয়া আফরিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কে এম জিয়া হাসান তুহিন, ওসি মাহাতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তরুন কান্তি মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। কর্মসূচির উদ্বোধনী দিনে প্রশাসনিক কর্মকর্তার মধ্যে ওসি মাহাতাব উদ্দিন, চিকিৎসকদের মধ্যে ডাঃ দিলজাহান নিপা, ডাঃ উত্তম কুমার দেওয়ান, শিমুল চক্রবর্তী, ডাঃ মিঠুন বাহাদুর, স্বাস্থ্য সহকারী আহসান হাবিব, অফিস সহকারী কোরবান আলী, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, শেখ রওশন আলী, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ইউপি সদস্য আলমগীর হোসেন মোল্যা, উপজেলা প্রশাসন কার্যালয়ের সহকারী আবু সিদ্দিক মুফতী, নিলুফার ইয়াসমিন, সেলিম রেজা, মোঃ নিজাম উদ্দিন মোল্যা, ফাহাদ হোসেন, দিলিপ রায়সহ ৮৯ জন টিকা গ্রহণ করেন। এদিকে কর্মসূচির সফল করতে একদিন পূর্বেই সিনিয়র স্টাফ নার্স রেবা রানীসহ নার্সবৃন্দ টিকা গ্রহণ করেন। প্রসঙ্গতঃ টিকা গ্রহণের জন্য উপজেলার ১০২০ ব্যক্তির তালিকা জমা দেন এর মধ্যে ৪৪৬ ব্যক্তি অন লাইনে নাম রেজিষ্টেশন করেন। ফুলতলা উপজেলার জন্য ৬৩২ ভায়াল ডোজ পৌছেছে। ভায়াল প্রতি ১০ ব্যক্তি টিকা নিতে পারবে।