ফুলতলায় দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন

প্রকাশঃ ২০২১-০৩-২৯ - ২১:৫০

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় দুই দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ইউএন সাদিয়া আফরিনের সভাপতিত্বে উন্নয়ন মেলার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি মাহাতাব উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী উৎপল চন্দ্র দে, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, ভেটেনারী স্যার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলাম, ডাঃ সুমাইয়া পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. তাসমিনা হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আইরিন হক আসমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, হিসাব রক্ষন কর্মকর্তা তাসমিন সুলতানা, উপজেলা সমন্বয়কারী শিরিন সুলতানা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আক্তার প্রমুখ। বিকালে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।