ফুলতলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশঃ ২০২১-০৬-২৮ - ১৩:৫০

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খরিপ-২ (২০২০-২১) মৌসুমে রোপা আমন (হাইব্রিড ও উফশী) চাষাবাদে প্রনোদনার লক্ষে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন সোমবার সকাল ১১টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন। উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত রায়, কৃষি সম্প্রসারণ অফিসার এস এম নাজমুস সাকিব শাহীন ও মোছাঃ তাসমিনা হোসেন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা চামেলী মল্লিক, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রকাশ চন্দ্র, উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল আলম, সালমা সুলতানা, আল মামুন হাওলাদার, হেনা রানী সানা, কাজী নজির হোসেন, তরুন কুমার সরকার প্রমুখ।

পরে উপজেলার ৪টি ইউনিয়নে ১১০ জন কৃষককে প্রনোদনার আওতায় বিঘা প্রতি প্রতি ৫ কেজি উফশী আমন বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।