ফুলতলায় বিধি বর্হিভ‚তভাবে পানি ব্যবস্থাপনা দলের কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ

প্রকাশঃ ২০২১-০৩-০৩ - ২২:১৩

ডেক্স রিপোর্টঃ ফুলতলার গাড়াখোলা পানি ব্যবস্থাপনা দলের এডহক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম ও বিধি বর্হিভ‚তভাবে গঠিত এডহক কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়ে গাড়াখোলা পানি ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নিবন্ধক ও উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা যশোর বরাবর পেশকৃত স্মারকলিপিতে জানা যায়, গত ২৮ জুন ২০২০ তারিখে বিধি মোতাবেক খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত। ঐ নির্বাচনে সালমা বেগম সভাপতি, লিপন মোহন্ত সাধারণ সম্পাদক, প্রিয়া বিশ্বাসকে যুগ্ন সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মাত্র ৮ মাসের ব্যবধানে নিয়মিত ঐ কমিটি ভেঙে দেয়া হয়। এদিকে গত ১৬ ফেব্রæয়ারী বিকালে গাড়াখোলার মুক্তেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমিতির সদস্যদের উপস্থিতিতে এডহক কমিটি গঠনের লক্ষে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ মুকুলের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জোনাল অফিসার মতিউর রহমান। পূব্র্কোর কমিটির কেউ এডহক কমিটির সদস্য হতে পারবে না বলে গঠনতন্ত্রে উল্লেখ থাকায় কাউকে এডহক কমিটিতে রাখা হয়নি। অপরদিকে গত ২৮ ফেব্রæয়ারী পানি উন্নয়ন বোর্ড নিবন্ধক ও উপ-প্রধান সম্প্রসারণ অফিসের পক্ষ থেকে বিজিবি-১/২৪০ স্মারকের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট এক কমিটির অনুমোদন দেয়া হয়। যদিও গত ১৬ ফেব্রæয়ারী বিকালে গাড়াখোলার মুক্তেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমিতির সদস্যদের উপস্থিতিতে এডহক কমিটি গঠনের লক্ষে পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভায় নীপা গোলদার অনুপস্থিত থাকেন এবং তার নাম প্রস্তাব ও সমর্থন হয়নি। পানি উন্নয়ন বোর্ড নিবন্ধক ও উপ-প্রধান সম্প্রসারণ অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, আমার দপ্তরে পেশকৃত রেজুরেশন অনুযায়ী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তবে স্থানীয় কমিটি এ ধরনের কোন রেজুরেশন করেনি এমন অভিযোগের বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন। স্মারকলিপিতে বিধি বর্হিভ‚তভাবে এডহক কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে পূনরায় কমিটি গঠনের আবেদন জানানো হয়।