ফুলতলায় মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

প্রকাশঃ ২০২১-০৩-১১ - ১৯:৫৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস, ২৫ মার্চ গণহত্যা এবং ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস-২০২১ যথাযোগ্যভাবে পালনের লক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ই্উএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ওসি মাহাতাব উদ্দিন, খানজাহানআলী থানার ওসি বিপ্লব কুমার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খাঁন, অধ্যক্ষ সমীর কুমার ব্র², অধ্যক্ষ আছম আঃ রহিম, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম, স্কাউস সেক্রেটারী মোঃ আক্তার হোসেন প্রমুখ। সভায় কর্মসূচি পালনে ব্যাপক আলোচনা হয় এবং তা যথাযথ মর্যাদার সাথে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। পরে বেলা ১২টায় একই স্থলে উপজেলা পরিষদের উদ্যোগে ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।