ফুলতলায় মা ও শিশু পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা

প্রকাশঃ ২০১৮-১২-০৩ - ১৬:৩৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য প্রকল্প ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) এর যৌথ উদ্যোগে মা সহায়ক দল গঠনের মাধ্যমে মাতৃ ও শিশুর পুষ্টিগত অবস্থার উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা সোমবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ। স্বাগত বক্তৃতা করেন বিবিএফ’র সমন্বয়কারী আবু শামা মোঃ আল ইমরান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডাঃ উম্মে ফাতেমা, ডাঃ সালিমা মেহের, ডাঃ উত্তম কুমার দেওয়ান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার রায়, সমাজ সেবা কর্মকর্তা শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, থানার এসআই দিপ্তা রানী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, সহকারী কর্মকর্তা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, প্যানেল চেয়ারম্যান ওলিয়ার রহমান বিশ্বাস, আবু তাহের রিপন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ইউপি সদস্য শেখ আঃ কুদ্দুস, সোহরাব হোসেন, হালিমা বেগম হাসি, আম্বিয়া বেগম, খোকন কুমার নন্দী, মঞ্জুরুল ইসলাম, মোঃ ওহিদুল ইসলাম, আজিজুল হক, কোরবান আলী প্রমুখ।