ফুলতলায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে খুলনা পুলিশ সুপারের নির্দেশনা

প্রকাশঃ ২০২০-০৪-২৪ - ২১:৫৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেছেন, করোনা ভাইরাস (কোভিড ১৯) এর বিস্তার রোধ কল্পে উপস্থিত সকল অফিসার ও ফোর্সেদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, বিভিন্ন হাট বাজার,স্কুল কলেজ, ব্যাংক, স্বর্ণের দোকান বন্ধ থাকায় সন্ধ্যার পর হতে বাইরে জনসমাগম না থাকায় এসকল প্রতিষ্ঠান গুলিতে খুন, চুরি ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধি পেতে পারে। সেজন্য সকল প্রতিষ্ঠানের প্রধান, সভাপতি ও সেক্রেটারিদের সাথে আলোচনা করে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বণিক সমিতির সদস্য, কমিউনিটি পুলিশের সদস্য ও গ্রামপুলিশের সমন্বয়ে সকল স্থানে রাত্রিকালিন পাহাড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কর্মীদের রাত্রিকালীন ডিউটি মনিটারিং করতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে যাহাতে দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। পবিত্র মাহে রমাজানে যাহাতে কেউ খোলা জায়গাতে খাবার ও ইফতার সামগ্রী বিক্রয় করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফুলতলা থানা এলাকায় সকল চায়ের দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ করেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

খুলনা জেলাধীন ফুলতলা থানার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার দুপুরে থানা চত্ত¡রে এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) ওয়াসিম ফিরোজ, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা থানাধীন দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ শিপলু ভ‚ইয়া, জামিরা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ফুলতলা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল বাশার ও ইউপি সদস্যগন এবং ফুলতলা থানা পুলিশের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।