ফুলতলায় সাংবাদিক সম্মলনে মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষনা

প্রকাশঃ ২০২১-০৮-২৮ - ১৯:০৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রনজিৎ কুমার শনিবার বেলা ১১টায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ৭দিন ব্যাপী কর্মসূচি ঘোষনা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিনে মাইকিং ও প্রচার, আজ (রোববার) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, দুপুর ১২টায় স্মারক মৎস্য পোনা অবমুক্তকরণ, আগামীকাল (সোমবার) প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্য বিধি বিষয়ক মতবিনিময়, মঙ্গলবার বেলা ১১টায় দামোদর মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, বুধবার বেলা ১১টায় শিরোমনি ও আটরা গিলাতলা ইউনিয়নে মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক পরামর্শ, মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেন্টারে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মৎস্যচাষি ও সুফল ভোগিদের মাঝে ম’স্য চাষে বিভিন্ন উপকরণ বিতরণ এবং শুক্রবার সকাল ১০টায় জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় ও জাতীয় মৎস সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশ, মেরিন ফিসারিজ অফিসার কচি খানম, ক্ষেত্র সহকারী আঃ রউফ. উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, রমজান মাহমুদ অরণ্য, জসিম উদ্দিন ফারাজি, অফিস সহকারী শেখ সালেহীন, মোঃ সোহেল হোসেন প্রমুখ।