ফুলতলা উপজেলা প্রশাসনের সাংবাদিক সম্মেলন

প্রকাশঃ ২০২১-০৩-১১ - ১৯:২২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও সাদিয়া আফরিন তার লিখিত বক্তৃতায় নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে কিছু নীতিমালা পেশ করেন। এর মধ্যে রয়েছে ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিরতীহিনভাবে বিকাল৪টা পর্যন্ত ভোট গ্রহণ, ২হাজার ৬শ’ ৮৯ ভোটারের জন্য ১৪টি পৃথক বুথের ব্যবস্থা, অতিরিক্ত পুলিশ ও র‌্যাবের ব্যবস্থা, নির্বাচনী এলাকায় একাধিকবার প্রার্থীর অনুপ্রবেশ এবং সকলের জন্যই মোবাইল ব্যবহার নিষিদ্ধ এবং ভোট শুরু হওয়ার ৩৬ ঘন্টা পূর্বেই প্রচার প্রচারণা নিষিদ্ধ এবং নির্বাচনী এলাকা থেকে সব ধরনের পোষ্টার, প্লাকার্ড, ব্যানার, ফেজটুন উচ্ছেদের নির্দেশনা দেয়া হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাস, শিল্পপতি ফেরদৌস ভুইয়া, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি মাহাতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন। বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আজিজুল হক ফারাজি, মৃনাল হাজরা, দুলাল অধিকারী, আহসানুল হক লড্ডন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, মোর্শারফ হোসেন মোড়ল, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সেকেন্দার আলী, অনুপ কুমার বিশ্বাস, মোঃ কামরুজ্জামান প্রমুখ।