ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচনে রবিন সভাপতি টিটো সম্পাদক ও মিঠু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

প্রকাশঃ ২০২১-০৩-১৬ - ১৮:০১

তাপস কুমার বিশ্বাস, ডেক্স রিপোর্টঃ খুলনার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অবাদ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয। নির্বাচনে সভাপতি পদে রবিন বসু আনারস প্রতিকে ১০৭২ ভোট পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মোল্যা চেয়ার প্রতিকে ৭৭৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো গোলাপ ফুল প্রতিকে ৯৪১ ভোট পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলমগীর হোসেন চাকা প্রতিকে ৮৫৬ ভোট পান।

এছাড়া এস এম মোস্তাফিজুর রহমান সহসভাপতি প্রজাপতি প্রতিকে (১১১২) এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওবায়েত সাঈদ ডায়মন্ড টিউবয়েল প্রতিকে ৮৮৬ ভোট পান, মাহাবুব আলম মিঠু সাংগঠনিক সম্পাদক (১৩৬৮) এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মঞ্জুর হাসান পানির জাহাজ প্রতিকে ৭৩৩ ভোট পান, সাঈদ মোড়ল সহ সাধারণ সম্পাদক হাতি প্রতিকে (১১৬২) এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস কে মিজানুর রহমান চশমা প্রতিকে ১০৯০ ভোট পান, মোঃ কবির জমাদ্দার কোষাধ্যক্ষ টেবিল প্রতিকে (১৪৩৫) এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর খান তরবারি প্রতিকে ১১০৭ ভোট পান, খন্দকার রকিবুল ইসলাম ক্রীড়া সম্পাদক ফুটবল প্রতিকে (১৩৩৫) এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী ফাইম আহমেদ ব্যাট প্রতিকে ৮৪৩ ভোট পান, মোঃ আবুল খায়ের আবু দপ্তর সম্পাদক ঘুড়ি প্রতিকে (১৪৫০) ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুম শেখ ৩৮৫ ভোট পান, এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় তারেক হাসান নাইস পাঞ্জা প্রতিকে (সহ সাংগঠনিক সম্পাদক) নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে মোঃ আলামিন শেখ (১৫২৭), মোঃ আনিসুল ইসলাম মিন্টু (১৩৩৫), জুলহাস আহমেদ (১৩০৬), ইলিয়াস মোল্যা (১২৮০), আঃ সাত্তার রানা (১২২৬)ও মোশারফ হোসেন বিপ্লব (৯৭২) পেয়ে নির্বাচিত হন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাজারের ২ হাজার ৬শ’ ৮৯ ব্যবসায়ী ভোটারের মধ্যে ২ হাজার ৫শ’ ৭৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইউএনও সাদিয়া আফরিনের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। নির্বাচন চলাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।