ফুলতলা ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানের দন্ড

প্রকাশঃ ২০২৪-০৩-১২ - ২০:২৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনীম জাহান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় গরুর মাংসের দোকানে মূল্য তালিকায় ৭ শ’ টাকা লেখা থাকলেও ভোক্তা পর্যায়ে সাড়ে ৭শ’ টাকা কেজি দরে বিক্রি করায় মোঃ মুছা মোল্যাকে ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ ছাড়া মূল্য তালিকা না থাকায় অপর দুই মুদি দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। সোমবার বিকালে অভিযানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে থানা পুলিশ সোমবার দিবাগত রাতে দামোদর এলাকা থেকে ইমন শেখ (২৫) কে ৬ লিটার দেশি মদসহ গ্রেফতার করে। সে গাড়াখোলা গ্রামের মাজেদ শেখ এর পুত্র। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।