মেহেদী হাসান উজ্জল (ফুলবাড়ী) দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচীতে দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করনে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী রাবিয়া কমিনিটি সেন্টারে ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন,পল্লীশ্রী ও পামডো’র বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী পৌর মেয়র মুতুর্জা সরকার মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম,সহকারী প্রাথমীক শিক্ষা অফিসার নুরুজ্জামান মিঞা,্একাডেমীক সুপার ভাইজার শফিকুল ইসলাম,এপেক্র বডির সভাপতি সিমন শরেন -সহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যান গন অপস্থিত ছিলেন।
প্রকল্প বিষয়বস্তু তুলে ধরে আলোচনা করেন পল্লীশ্রির প্রকল্প সমন্বয়কারী মইনুল হক বাপ্পী । এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সিডিএস কৃষ্ণা রবি দাস,রাধাঁ রানী, বিফল চন্দ্র মন্ডল, প্রমুখ।
সভায় দুঃস্থ্য মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচী,মাতৃকালীন ভাতা,শিক্ষা উপবৃত্তি, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ,মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচী, বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ্য মহিলাদের ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা, বয়স্ক ভাতা প্রদান কর্মসূচী, ভিজিএফ প্রদান কর্মসূচী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।