বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে মহানগর কৃষক লীগের বিভিন্ন কর্মসূচী পালন

প্রকাশঃ ২০২২-০৩-১৭ - ২৩:৪৫

ইউনিক প্রতিবেদক :

১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। সেই মহামানবের জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর কৃষক লীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় খুলনা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধু’র ভাস্কর্য্যে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ১১টায় মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহন করে খুলনা মহানগর কৃষক লীগ। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে মহানগর কৃষক লীগের আয়োজনে কেক কাটা হয়।

কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অনুষ্ঠানে সভাপত্বি করেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর কৃষক লীগে সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য রুনু ইকবাল বিথার সহ মহানগর কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ