বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আ’লীগের শ্রদ্ধা

প্রকাশঃ ২০২৩-০১-১০ - ১৫:৫৩

গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান-এমপি’র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি সাংবাদিকদেরকে বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি ছিল মহা বিজয়ের দিন। বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মাধ্যমে পূর্ণতা লাভ করে। কিছু কিছু রাজনৈতিক দল দেশের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করছে। সেই সাথে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্ঠা করছে। বিএনপি জামায়াতের অপতৎপরতা ও গুজব থেকে দেশের মানুষকে সচেতন করতে হবে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন দর্শন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।