বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা জেলা পর্যায়ে ফুলতলা উপজেলা হ্যাট্রিক চ্যাম্পিয়ন

প্রকাশঃ ২০২১-০৬-১৮ - ২১:২৭

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা): খুলনা জেলা বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ ফাইনালে ফুলতলা উপজেলা একাদশ চ্যাম্পিয়ন ও দাকোপ উপজেলা একাদশ রানার্স আপ হয়েছে। শুক্রবার বিকালে খুলনা জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় দাকোপ উপজেলা একাদশকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে ফুলতলা উপজেলা একাদশ খুলনা জেলা পর্যায়ে হ্যাট্রিক চ্যাম্পিয়নশীপ অর্জন করল। বিজয়ী দলের পক্ষে সুজন ও তাসনিম ২টি করে গোল করে।

খেলা পরিচালনা করেন কামাল আহমেদ। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন, নাজমুল হোসেন ও পার্থ প্রতীম। পরে খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ, ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম রশিদী দোজা।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, ইউআরসি ইন্সটেক্টর মোঃ রবিউল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, কোচ তারেক হাসান নাইচ ও ম্যানেজর আবু সাঈদ কবির মোল্যা সহ ফুলতলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।