বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টে চ্যাম্পিয়ন ডুমুরিয়া দল

প্রকাশঃ ২০২১-০৬-০৮ - ১৬:৩৭

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (অনুর্ধ্ব-১৭) -’২১ সম্পন্ন হয়েছে। চুড়ান্ত পর্যায়ে ডুমুরিয়া সদর দল ২-০ গোল ব্যবধানে সাহস ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অফিস সুত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট অনুর্ধ্ব-১৭ শুরু হয়। গত ৫ই জুন শনিবার থেকে এ টুনামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে চলমান করোনা পরিস্থিতির কারণে লীগ পর্যায়ে ও কোয়ার্টার ফাইনাল খেলাগুলো পৃথক পৃথক ভেন্যু হিসেবে শাহপুর কলেজ মাঠ, চুকনগর কলেজ মাঠ, নোয়াকাঠির মাঠ ও ডুমুরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে সেমি-ফাইনাল ও ফাইনাল খেলাগুলো ডুমুরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১১টায় ডুমুরিয়া কলেজ মাঠে চুড়ান্ত পর্যায়ের খেলায় ডুমুরিয়া সদর ইউনিয়ন দল বনাম সাহস ইউনিয়ন দল অংশ গ্রহন করে। খেলায় ডুমুরিয়া দল ২-০ গোল ব্যবধানে সাহস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় অফিসার জাহিদুর রহমান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কমিশন কল্লোল বিশ্বাস, উপজেলা সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।