বটিয়াঘাটার সন্তান ফরিদ রানা খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশঃ ২০২৩-১১-১০ - ১৬:১০

বিজ্ঞপ্তিঃ ৯ নভেম্বর খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সাংবাদিক এস,এম ফরিদ রানা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একই প্যানেলের আশিষ কুন্ডু।
গতকাল বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা প্রেসক্লাবে আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ২৩৪৯ জন ভোটারদের মধ্যে ৮৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে স্মার্ট পরিষদ মনোনীত বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য এস,এম ফরিদ রানা ছাতা প্রতিকে ৪৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী শফিকুল ইসলাম চেয়ার প্রতিকে পেয়েছেন পেয়েছেন ৩৪০ ভোট। একই প্যানেল থেকে আশিষ কুন্ডু বই প্রতিকে ৪৩৪ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বলাকা রায় কলস প্রতিকে ৩৯৪ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচনে শরিফুল ইসলাম ও প্রশান্ত সরকার পরিচালক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন তরফদার বাদশা মিয়া ও মোলিনা জোয়ার্দার। নির্বাচনে খুলনা সদর থানা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল সভাপতি এবং জেলা সমবায় অফিসের পরিদর্শক আক্তারুজ্জামান ও আবু সাইদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে নির্বাচন পরিদর্শন ও ভোট প্রদান করতে ভোট কেন্দ্রে আসেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক বিরোধী দলীয় হুইপ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম খান, দাকোপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মহম্মদ আলী সনি, সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা জসীম উদ্দিন, কৃষক লীগের কেন্দ্রীয়নেতা শ্যামল সিংহ রায়, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ মন্ডল, এসকে জাকির হোসেন, শেখ ওবায়দুল ইসলাম, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল,
উল্লেখ্য ব্যাংকটির নবনির্বাচিত চেয়ারম্যান এসএম ফরিদ রানা ১৯৭৯ সালে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের নিভৃত পল্লী গাওঘরায় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন । খরস্রোত ভদ্র নদীর লোনা পানির ঘোলা জলে বেড়ে উঠেছেন। ইতিপূর্বে তিনি অত্র ব্যাংকের ভাইস- চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।