বটিয়াঘাটার জলমা ইউনিয়ন তহশীল অফিসে শত ভাগ রাজস্ব আদায়

প্রকাশঃ ২০২১-০৬-৩০ - ২১:২৬

বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনা জেলা প্রশাসনের রাজস্ব আদায়ের ক্ষেত্রে বেঁধে দেওয়া শতভাগ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় বটিয়াঘাটার উপজেলার জলমা ইউনিয়ন তহশীল অফিস একশত এক ভাগ রাজস্ব আদায়ে সক্ষম হয়েছে। রাজস্ব আদায়ের পরিমান ১ কোটি ১১ লক্ষ ৮২ হাজার টাকা। সেক্ষেত্রে জেলার মধ্যে রাজস্ব আদায় করে রেকর্ড অর্জন করতে সক্ষম হয়েছে উপজেলার এ তহশীল অফিস। জানা গেছে, গত ১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত রাজস্ব আদায়ের ক্ষেত্রে খুলনা জেলা প্রশাসনের রাজস্ব আদায় কমিটির মাসিক সভায় জেলার সকল তহশীল অফিসকে শতভাগ রাজস্ব আদায়ের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় উক্ত জেলা রাজস্ব কমিটি। সেক্ষেত্রে জেলা প্রশাসক বটিয়াঘাটার জলমা তহশীল অফিসকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় ১ কোটি ১০ লক্ষ টাকা । জেলা প্রশাসকের নির্ধারিত লক্ষ্যমাত্রা নিয়ে জলমা ইউনিয়ন তহশীল অফিস প্রায় ৫০ হাজার সাধারণ ভূমি মালিকদের সেবা দিয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়ে ১ কোটি ১১ লক্ষ ৮২ হাজার টাকা আদায় করে শতভাগ উতরে ১০১% রাজস্ব আদায় করে সর্বোচ্চ রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। অন্যদিকে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকীর প্রচেষ্টায় গত জুন মাসের ৩০ দিনে নামপত্তন কেস থেকে প্রায় ২০ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে। এব্যাপারে জলমা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ পদ দাসকে জিজ্ঞসা করলে এ প্রতিবেদককে জানান, উদ্ধতন কর্তৃপক্ষ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল আমরা অফিসের সকলে মিলে প্রায় ৫০ হাজার সাধারণ ভূমি মালিকদের সেবা প্রদান করে উক্ত ১০১% রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছি। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস গত একমাসে আশাতীত রাজস্ব আদায় করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।