বিজ্ঞপ্তিঃ বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নে পার্শ্বেমারী যুব সংঘ আয়োজিত ৪ দলীয় হা-ডু-ডু প্রতিযোগীতায় কাতিয়ানাংলা যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রাতে অনুষ্ঠিত খেলা শেষে খুলনা জেলা সৈনিক লীগের সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এসএম ফরিদ রানা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা আতিয়ার রহমান বিশ্বাস, ডাঃ প্রভাস মন্ডল, আঃ হামিদ, আছাবুর হালদার, আবুল খায়ের বুলবুল মিঠু, জাহাঙ্গীর সরদার, আব্দুল্লাহ আল ফারুক, হেলাল উদ্দিন, আল-আমীন সরদার। খেয়াল রানারআপ অর্জন করে আমতলা যুব সংঘ।