বটিয়াঘাটায় আন্তঃ জেলা ছিনতাইচক্রের ৫ সদস্য আটক

প্রকাশঃ ২০১৯-০৭-৩১ - ১৯:০৩

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা থানা পুলিশ বুধবার (ভূয়া ডিবি) পরিচয়ধারী আন্তঃ জেলা ছিনতাইকারীদের আটক করেছে। আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার টিয়েরগা গ্রামের সামছুউদ্দীন মোল্লার পুত্র ড্রাইভার আব্দুর রহমান(৪২), নড়াইল জেলার লোহাগড়া থানার চাফুলিয়া গ্রামের মৃত লিয়াকত মুন্সীর পুত্র মোঃ রুবেল মুন্সী(২৮),গোপালগঞ্জ জেলার চরবড়ফা গ্রামের আজাদ মুন্সীর পুত্র রাসেল মুন্সী(২৯), পাবনা জেলার ফরিদপুর থানার ধানুদকাটা গ্রামের হাজী নূর মোহম্মদের পুত্র ফরিদ আহম্মেদ(৩৪), ও ঢাকা জেলার অশুলিয়া থানার কাঠগড়া গ্রামের রফিকূল ইসলাম বাবুলের পুত্র মোঃ রুবেল মিয়া(২৬)কে আটক করে।
সূত্রে প্রকাশ গত ২১ জুলাই বটিয়াঘাটা উপজেলা প্রেম কানন রোডে একজন যাত্রী ইজিবাইক ভাড়া করে খুলনা উদ্দেশ্য রওনা হলে পথি মধ্যে বটিয়াঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে অপর সহযোগী যাত্রী ওঠে। ইজিবাইক ড্রাইভার যাত্রী নিয়ে শৈলমারী ব্রীজে পৌঁছালে ঢাকা মেট্রো গ-১৯৯৫৭২ নম্বরের একটি মাইক্রোবাস নিয়া ভূয়া ডিবি পুলিশ সেজে ইজিবাইকের গতি রোধ করে সহযোগী যাত্রীর দেহ তল্লাশী করে ইয়াবা পায় এবং ইজিবাইকের ড্রাইভারকে ইয়াবা পাচারের সহযোগী হিসাবে ভয় দেখিয়ে আড়ংঘাটা অথই ফিলিং স্টেশন নিয়ে যেয়ে কিছুক্ষন পর ড্রাইভারকে ছেড়ে দেয় এবং বলে তোর ইজিবাইক থানায় জমা দেয়া হয়েছে। ইজিবাইক ড্রাইভার থানা খোজ নিয়ে দেখে ইজিবাইকটি নাই। তখন ইজিবাইক ড্রাইভার বিরাট গ্রামের ইকবাল শেখের পুত্র তরিকূল ইসলাম গত ২৩ জুলাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। যার মামলা নং- ০৫, ধারা ১৭০,৩৭৯ ও ৩৪। উল্লেখ্য উক্ত ডিবি পুলিশের পরিচয়ধারী ছিনতাইকারী চক্রটি চিতলমারী এলাকায় অন্য আরো একটি ইজিবাইক একই কায়দায় ছিনতাই কালে জনতার হাতে ধরা পড়ে এবং চিতলমারী থানায় সোর্পদ করে। পরবর্তীতে থানা পুলিশ তাদের ৫৪ ধারায় সন্দেহ জনক ভাবে আদালতে প্রেরন করে। অপরদিকে বটিয়াঘাটা থানায় দায়েরকৃত মামলার আইও এস,আই আহম্মেদ কবির ঐ আসামীদের খোজখবর নিয়ে জানতে পারে ছিনতাই কারীদের ব্যবহৃত মাইক্রোটি বটিয়াঘাটা ছিনাতাইয়ের সাথে সংম্পৃক্তা রয়েছে। তখন তদন্তকারী কর্মকর্তা এস,আই আহম্মেদ কবির উল্লেখিত আসামীদের বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রবিউল কবির জানান, আন্তঃ জেলা ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ ভূয়া ডিবি পুলিশ সেজে ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল। চক্রটি ধরা পড়ায় কিছুটা হলেও ছিনতাই কমে যাবে বলে ধারনা করা হচ্ছে।