বটিয়াঘাটায় কর্মহীনদের মধ্যে জেএমআই গ্রুপের খাদ্য বিতরণ

প্রকাশঃ ২০২১-০৫-১৯ - ১৭:০৫

বটিয়াঘাটা প্রতিনিধি : জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেছেন, যারা টিকা নিয়েছেন এবং সর্বক্ষণ মুখে মাস্ক ব্যবহার করেন তাঁরা সত্তর ভাগ সুরক্ষার মধ্যে আছেন। কোন প্রকার গুজবে কান না দিয়ে টিকা গ্রহণ,সামাজিক দূরত্ব মেনে চলা ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে। বৈশ্বিক এই ক্রান্তিকালের লকডাউনে সমাজের অসহায় মানুষের সংসারিক কষ্টের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী উপহার স্বরুপ খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে। এই দুঃসময়ে জে, এম,আই এলপিজি ও পেট্রলিয়াম লিমিটেডের এমডি আব্দুর রাজ্জাককে ও সংশ্লিষ্ট কতৃপক্ষ দুঃস্হ, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা অনুকরন করে সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে। তিনি বুধবার বেলা ১টায় জেএমআই গ্রুপের পক্ষ থেকে বটিয়াঘাটায় দুস্থ, অসহায় ও করোনায় কর্মহীন ২শত ৫০ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন। জেএমআই এলপিজি ও পেট্রোলিয়াম বটিয়াঘাটা প্লান্টের এজিএম (প্লান্ট ইনচার্জ) মোঃ জসিম উদ্দিন সায়েম এর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরনীকালে উপস্হিত ছিলেন থানার ওসি মোঃ রবিউল কবীর, জেএমআই ঢাকা অফিসের ডেপুটি ম্যানেজার (ব্রান্ড) মোঃ ইমরান হোসেন, কর্পোরেট ম্যানেজার (এফিয়ার্স) মোঃ জোবায়ের হোসেন, প্রশাসনিক কর্মকর্তা(এডমিন) রাজিব আহম্মেদ, মার্কেটিং ম্যানেজার জিয়াউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল,ইন্জিনিয়ার শহিদুল ইসলাম,পার্সেল অফিসার অর্জূন সরকার, বিদ্যুৎ বিশ্বাস, সমীর রায় প্রমূখ। এ সময় ২৫০ টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২কেজি পেয়াজ, ৫কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল ও ১ কেজি লবন খাদ্য সামগ্রী দেওয়া হয়।