বটিয়াঘাটায় কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্ভোধন

প্রকাশঃ ২০২১-০২-০৮ - ১৩:২৯

বটিয়াঘাটা অফিসঃ বটিয়াঘাটায় কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে স্বতঃস্ফূর্ত সাড়া জাগিয়েছে।সরকার ঘোষিত শুভ উদ্ভোধনের সাথে সাথে রবিবার বেলা ১১ টায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রথম টিকা নেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস। এরপর বটিয়াঘাটা ইউনিয়নবাসীর পক্ষে দ্বিতীয় টিকা গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান মনোরন্জন মন্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম স্বয়ং উপস্থিত থেকে স্হানীয়ভাবে উক্ত কর্মসূচির কার্যক্রম শুরু করেন। এরপর টিকা নেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুকান্ত বিশ্বাস।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রনয় মিশ্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিত টিকাদার, ইউপি চেয়ারম্যান শেখ হাদীউজ্জামান হাদী, আশিকুজ্জামান আশিক, সাংবাদিক পরিতোষ রায় সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও জনপ্রতিনিধি বৃন্দ। প্রথম দিনে সর্বমোট ৯০ জন ভ্যাকসিন গ্রহণ করেন। এ সময় নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে কোন অপপ্রচার না চালানোর জন্য আহব্বান জানান এবং ভ্যাকসিন কার্যক্রম সফলতার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।