বটিয়াঘাটায় জি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক উেল্টে খাদে

প্রকাশঃ ২০২১-০২-২৭ - ১৯:১৬

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা- চালনা সড়কের বটিয়াঘাটার প্রেমকানন রোড় সংলগ্ন এলাকায় আজ শনিবার দুপুর ১২টায় জি গ্যাস কোম্পানির সিলিন্ডার ভর্তি লোডবাহী একটি ট্রাক নির্মিতব্য কালভার্টের বাইপাস সড়কের কাঁচা রাস্তায় বসে গিয়ে উল্টে গেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, চালনা থেকে জি গ্যাস কোম্পানির ঢাকা মেট্রো ট ১৩৫৫৯৬ নাম্বারের ট্রাকটি গ্যাস সিলিন্ডার ভরে খুলনা যাওয়ার পথে বটিয়াঘাটা উপজেলার প্রেম কানন নামক স্থানে নির্মানাধীন কালভার্টের অস্থায়ী রাস্তা অতিক্রমের সময় মাত্রাতিরিক্ত লোডবাহী ট্রাকটি সম্পূর্ন উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা ট্রাক চালক সিটের কাঁচ ভেঙ্গে বেরিয়ে আসতে সক্ষম হলেও শরীরের বিভিন্ন অংশ কেঁটে নীলাফোঁলা জখম হয়।তবে সিলিন্ডারের বিস্ফোরণের কোন ঘটনা ঘটেনি। বিস্ফোরণের ঘটনা ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিলো বলে তাঁরা জানায়।এলাকাবাসী আরও জানায়, দীর্ঘদিন যাবৎ উক্ত রুটে সড়কটি হাইওয়ে রোডে রুপান্তরিত না হওয়া স্বত্বেও সড়কটির উপর দিয়ে দশ থেকে ষোল চাকার মাত্রাতিরিক্ত লোডবাহী গাড়ি স্বজোরে টেনে যাওয়ায় মহানগরীর প্রবেশদ্বার দাকোপ- বটিয়াঘাটা দুই উপজেলার একমাত্র সড়ক যোগাযোগ মাধ্যম রুটটি ক্ষণে ক্ষণে বন্ধ হয়ে জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিষয়টি ক্ষতিয়ে দেখতে ও কার্যকরী পদক্ষেপ নিতে এলাকাবাসী জরুরী ভিত্তিতে স্হানীয় প্রশাসন,সওজের নির্বাহী প্রকৌশলী সহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।