বটিয়াঘাটায় প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরন

প্রকাশঃ ২০২১-০৫-১৯ - ১৭:০৮

বটিয়াঘাটা প্রতিনিধি : জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, করোনাকালীন সময়ে লকডাউন চলায় অসহায় দুঃস্হ মানুষের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাঁরা সংসার চালিয়ে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য কিনে দিতে ব্যর্থ হচ্ছে। প্রধানমণ্ত্রী শেখ হাসিনা ওই সকল পরিবারের কথা চিন্তা করে খাদ্য উপকরন সহায়তার পাশাপাশি শিশু খাদ্যও বিতরন করছেন। তিনি বুধবার বটিয়াঘাটার সুরখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাকালীন লকডাউনে বেকার, দুঃস্হ অসহায় পরিবারের শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য বিতরন কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান,স্হানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ইকবাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক(এলএ) মোঃ মারুফুল আলম,সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী।অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার (গোপনীয়) ফয়সাল আহম্মেদ,থানার ওসি রবিউল কবীর,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনোরন্জন মন্ডল,আঃ হাদী সরদার,শেখ হাদীউজ্জামান হাদী,বিআরডিবির চেয়ারম্যান এস এম ফরিদ রানা,সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য বিএম মাসুদ রানা,সাকির সরদার,বিউটি মন্ডল, স্বপ্না রানী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল করিম,সার্ভেয়ার মাহামুদুল হাসান সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী রায়পুর এলাকায় ছিন্নমূল অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন।