বটিয়াঘাটায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ ২০২১-১০-২৩ - ১৮:২৮

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : সারা দেশে শারদীয় দুর্গাপূজায় মন্দির ও প্রতিমা, বাড়িঘর ভাঙচুর, নারীদের শ্লীলতাহানী ও হত্যা, গণধর্ষণ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করণে আইন, কমিশন গঠন ও পৃথক মন্ত্রণালয়ের দাবিতে শনিবার বেলা ১১টায় স্থানীয় বাজার চত্ত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষের স্বাগত বক্তৃতা এবং উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পরিতোষ কুমার রায় ও খুলনা জেলা যুবমহাজোট নেতা সবুজ মিস্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, জেলা ইসকন নেতা নিত্যানন্দ বিশ্বাস দিনেশ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ইউপি সদস্য বিবেক বিশ্বাস, অবঃ সহকারী পুলিশ সুপার নিখিল, নাগরিক নেতা প্রহ্লাদ জোতদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ধীমান মন্ডল, সহকারী শিক্ষক মলয় বরন রায়, সহকারী শিক্ষক লিটন মন্ডল, পূজা উদযাপন পরিষদের নেতা রাম প্রসাদ রায়, জেলা মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক অনুপম টিকাদার, উপজেলা সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল, জেলা যুব মহাজোটের সভাপতি পরাগ গাইন, সাধারণ সম্পাদক পরাগ রায়, জেলা যুব মহাজোট নেতা তপু রায় চৌধুরী, গঙ্গারামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল মহালদার, জলমা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অশোক মন্ডল, জলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিপ্রদাস টিকাদার কার্তিক, রথিন্দ্রনাথ রায়, মহিলা হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি কানন মল্লিক, পিয়াস মন্ডল, বিপুল মন্ডল, গৌতম রায়, তন্ময় রায়, চৈতালি রায়, রমা মন্ডল, বুদ্ধদেব মন্ডল, বিপ্রদাস রায়, রথিন মল্লিক, মধুসূদন মল্লিক, মানবাধিকারকর্মী সরদার হাফিজুর রহমান, প্রমূখ । উক্ত মানববন্ধন কর্মসূচিতে সহমত পোষণ করে বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘ, সুজন সুশাসনের জন্য নাগরিক,স্বপ্নচারী যুব সংগঠন, বিকশিত নারী নেটওয়ার্ক, গঙ্গারামপুর পূজা উদযাপন পরিষদ, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করেন।