বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ দিনব্যাপী গ্রাম্য ঐতিহ্যের বিভিন্ন খেলাধূলা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকাল ৩ টায় জলমা কচুবুনিয়া মিলন সংঘের আয়োজনে ও দুর্গা মন্দির কমিটির পরিচালনায় গ্রাম্য ঐতিহ্যের ধারক বাহক ঐতিহাসিক দড়াটানা, হাড়িভাঁঙ্গা, বিস্কুট দৌড়, মহিলাদের চেয়ার সেটিং ও ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেবপ্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গোপাল রায়ের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জলমা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বিপ্রদাস টিকাদার কার্তিক, ইউপি সদস্য অশোক মন্ডল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তপতী রানী বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক হরিদাস রায়, আ’লীগ নেতা সুকন্ঠ মন্ডল, পঙ্কজ গোলদার, নীতিশ মল্লিক, অজিত সরকার, দেবাশীষ গোলদার, অজয় রায়, আনন্দ সরকার, মমতা মল্লিক, মোঃ খোকন, ইন্দ্রজিৎ রায়, পার্থ গোলদার প্রমূখ। সভায় খেলাধূলার বিভিন্ন ইভেন্টে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানাসআপ এর মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করেন।