বটিয়াঘাটা ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময়

প্রকাশঃ ২০২১-১১-০২ - ১৮:২৪

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটায় আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফার ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের একদিনের এক প্রশিক্ষণ কর্মশালা গত সোমবার বেলা ১১ টায় বটিয়াঘাটা সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহমেদ,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুস আলী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার( ভুমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী, থানার ওসি মোঃ শাহ জালাল ও উপজেলা নির্বচন অফিসার মোঃ আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সুরখালী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী শেখ জাকির হোসেন লিটু ও স্বতন্ত্র প্রার্থী বিএম মাসুদ রানা, সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী পল্লব বিশ্বাস রিটু ও স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল ও সমাজসেবক অনুপম মন্ডল, ভান্ডারকোর্ট ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মাষ্টার আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন বাবু ও শেখ ওবায়দুল্লাহ সহ ৩ ইউনিয়ন নির্বাচনে সকল চেয়ারম্যান, মেম্বর ও মহিলা মেম্বর প্রার্থীগন।পরে তাঁরা স্থানীয় সকল ইউনিয়নের প্রতিযোগি প্রার্থীদের সাথে আইন শৃংঙ্খলা পরিস্থিতি বজায়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট সম্পন্ন্যের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।