বাংলাদেশ ডিবেটিং সোসাইটি খুলনার উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০৯-২৪ - ২৩:০৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ ডিবেটিং সোসাইটি খুলনার আয়োজনে ফুলতলা রি—ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে “ভবিষ্যৎ প্রজন্ম হবে বিশ্বসেরা”—শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় ফুলতলা রি—ইউনিয়ন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ও গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। রোববার দুপুরে কলেজ অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর  সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেটিং সোসাইটি খুলনার পরিচালক এ এইচ এম জামাল উদ্দিন ও সাবেক যশোর জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আজম। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস। বিচারক মন্ডলী ছিলেন প্রধান শিক্ষক মনিরা পারভীন, এ এইচ এম হালিম ও প্রশান্ত কুমার রায়। মডারেটর ছিলেন সিনিয়র শিক্ষক সেলিনা খাতুন ও কায়েদে আজম বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সন্দিপন রায়, খাঁন ইমরান আহমেদ, মঈন উদ্দিন ময়না, আবু তালহা প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ উভয়দলকে পুরস্কার হিসেবে বই প্রদান করে। এর পূর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে বই প্রদান করেন।