বাগেরহাটে দুই সার ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

প্রকাশঃ ২০১৭-১০-২৫ - ০০:৪৬

বাগেরহাট : সরকার নির্ধারিত মুল্যের চেয়ে সাধারন কৃষকদের কাছে বেশী মুল্যে সার বিক্রি করায় বাগেরহাটের কচুয়া উপজেলায় দুইজন সার বিক্রেতাকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারের কৃষি বিপনন অধিদপ্তরের বাজার কর্মকর্তা মোঃ সুজাত আলী খান  সোমবার বিকালে হাতে-নাতে বিষয়টি ধরে এ জরিমানা করেন। অর্থদন্ডপ্রাপ্ত সরকার বিরোধী এ দুই ব্যবসায়ী হলেন জেলার কচুয়া উপজেলা সদরের মেসার্স দত্ত ব্রাদার্সের  বিমল দত্ত ও একই উপজেলার গজালিয়া বাজারের উর্মি এন্টারপ্রাইজে’র মালিক মেহেদী হাসান। বাজার কর্মকর্তা মোঃ সুজাত আলী খান সাংবাদিকদের জানান, সরকার নির্ধারিত  প্রতি কেজি ডিএপি সার ২৫ টাকা মুল্যে বিক্রয় করার  সিদ্ধান্ত থাকলেও অসাধু ওই দুই ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে স্থানীয় কৃষকদের জিম্মি করে ৩০ টাকা কেজি দরে সার বিক্রয় করছিল। এ খবর পেয়ে  ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাগেরহাট শাখার সহকারী পরিচালক শাহিনুর আলম কে সাথে নিয়ে  ওই দুই অসাধু ব্যবসায়ীকে হাতে-নাতে  ধরা হয় এবং অভিযোগের সত্যতা প্রমানিত হলে তাদের ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।