বাগেরহাটে নাশকতার অভিযোগে আটক ৪৯

প্রকাশঃ ২০১৭-১০-১২ - ০০:৫২

বাগেরহাট : বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী এবং বিএনপি ও জামায়াত কর্মীসহ ৪৯ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯টি থানার বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়। সোমবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া ও কাড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ  মোজাফ্ফর রহমান আলম ও ইদ্রিস আলীকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মোজাফ্ফর রহমান আলম সম্প্রতি একটি এনজিও’র ব্যানারে সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে জেলা বিএনপি দাবি করেছে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করায় আগামী বুধবার কেন্দ্র ঘোষিত সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। ওই কর্মসূচি যাতে বিএনপি বাগেরহাটে পালন করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়াতে পুলিশ ওই দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেফতাকৃত বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম (৫২) এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নিকারী (৪৯)। তাদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া ও কাড়াপাড়া গ্রামে। বিএনপির কর্মসূচিকে সামনে রেখে গ্রেফতারের অভিযোগ অস্বীকার করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাতাবউদ্দিন বলেন, ২০১৪ সালে নাশকতার অভিযোগে মডেল থানায় পুলিশের বেশকিছু মামলা রয়েছে। ওই মামলার সন্দেহভাজন হিসেবে অভিযান চালিয়ে পুলিশ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নিকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম অভিযোগ করে বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করায় আগামী বুধবার কেন্দ্র সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। ওই কর্মসূচি যাতে বিএনপি বাগেরহাটে পালন করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে পুলিশ ওই দুই নেতাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ওই দুই নেতার নি:শর্ত মুক্তির দাবী জানান তিনি। এছাড়া কচুয়া থানা পুলিশ মাহামুদ হাসান নামের এক জামায়াত কর্মী ও সেকেন্দার আলী শেখ, দেলোয়ার হোসেন শেখ নামের দুই বিএনপি কর্মী কে কচুয়া উপজেলার বগা গ্রামে তাদের বাড়ী থেকে আটক করে। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন জিআর/সিআর ও নিয়মিত মামলার ৪৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে  আদালতে প্রেরন করা হয়েছে।