বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

প্রকাশঃ ২০২৩-০৯-০৬ - ১৬:৫৮

বাগেরহাট প্রতিনিধি : ধর্মীয় আচার অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাগেরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের শালতলাস্থ হরিসভা মন্দিরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্রের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মধুসুধন দামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ: খালিদ হোসেন, পুলিশ সুপার আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর তালুকদার আব্দুল বাকী। আলোচনা সভা শেষে শালতলা থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে কয়েজ হাজার হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন।